আনন্দবার্তা সংবাদমাধ্যম আয়োজিত আন্ডার 70 ফুটবল প্রতিযোগিতা

রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মোহনবাগান মাঠে আনন্দবার্তা সংবাদমাধ্যম আয়োজিত আন্ডার 70 ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া ও এস. এস. কনস্ট্রাকশন এর সহযোগিতায় আয়োজিত দিবারাত্রি এই ফুটবল প্রতিযোগিতা চতুর্থ বর্ষে পদার্পণ করল। খেলায় ছয়টি দল অংশগ্রহণ করেন। প্রত্যেকটা টিমে সাতটি করে খেলোয়াড় অংশগ্রহণ করে। এ দিনের খেলায় বাপি লায়ন্স, ভাই রয়েলস,সুমন ব্ল্যাক ক্যাট ,বাবন ওয়ারিয়ার্স সনত নাইট রাইডার্স এবং শুভেন্দু টাইগার অংশগ্রহণ করে। সেমিফাইনালে মুখোমুখি হয় বাবন ওয়ারিয়রস Vs সনত নাইট রাইডার। ট্রাইবেকারের মাধ্যমে বাবন ওয়ারিয়েরস ফাইনালে পৌঁছে যায়। অপরদিকে সুমন ব্ল্যাক ক্যাট ও ভাই রয়েলস এর খেলায় সুমন ব্লাক ক্যাট জয়লাভ করে ফাইনালে বাবন ওয়ারিয়েরাস এর মুখোমুখি হয়।

টান টান উত্তেজনার মধ্য দিয়ে ট্রাইবেকারে জয়লাভ করে সুমন ব্ল্যাক ক্যাট এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাজবিহারী হালদার, জয় হিন্দ বাহিনীর সহ-সভাপতি পল্লব দাস, ওয়ার্ল্ডভিশন ইন্ডিয়ার ম্যানেজার অর্জুন রায়,রাম প্রসাদ শরবত এর কর্ণধার ধানু দা,এছাড়া উপস্থিত ছিলেন এসএস কনস্ট্রাকশন এর কর্ণধার, উপস্থিত ছিলেন Sunshine cable অপারেটর এর বাপ্পা দা,বন্ধন অপারেটর এর কর্ণধার সুব্রত গুহ মুন্সী ও আলম ভাই, ম্যাক্স কেবল অপারেটর এর কর্ণধার টোটন দা ।এদিন জাতীয় সংগীত গাওয়ার পর ফুটবলে কিক মেরে খেলার সূচনা করেন TMC জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার।

এদিন খেলার শুরুতে অসীম দা, ও সাগর পাত্র এর স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালনের পর তাদের ছবিতে মাল্যদান করা হয় ।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।প্রত্যেক খেলায় ম্যান অব দ্যা ম্যাচ, সেমিফাইনাল এ ম্যান অব দ্যা ম্যাচ ফাইনালে ম্যান অফ , ম্যান অব দ্যা সিরিজ সহ প্রত্যেকটি খেলোয়ার কে ইন্ডিভিজুয়াল পুরস্কার দেওয়া হয়। এই দিনের খেলা ঘিরে উৎসাহ-উদ্দীপনার ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *