আনন্দবার্তা শারদ সম্মান – কারা পেলো সেরার শিরোপা
নিজস্ব প্রতিনিধি – করণা আতঙ্কের মাঝেই জমজমাট আনন্দ বার্তা শারদ সম্মান দুই হাজার কুড়ি। বহু প্রতিকূলতার মধ্য দিয়ে অবশেষে অন্যান্য বছরের মতো এ বছরও অনুষ্ঠিত হলো আনন্দবার্তা শারদ সম্মান অনুষ্ঠান। যদিও শেষ মুহূর্তে হাইকোর্টের নির্দেশে কিছুটা থমকে গিয়েছিল এর জাঁকজমকপূর্ণ কর্মসূচি। হাইকোর্টের নির্দেশ ও সরকারি বিধি নিষেধ কে মান্যতা দিয়ে ঈশ্বর অনিরুদ্ধ সাক্সেনা স্মৃতির উদ্দেশ্যে হলিরক স্কুল প্রেসেন্টস বেঙ্গল ফেইথ হাসপাতাল আনন্দবার্তা শারদ সম্মান দুই হাজার কুড়ি অনুষ্ঠিত হলো পঞ্চমীর দিন।
বর্ধমান শহর তথা বড়শুল এর পুজো মণ্ডপ পরিদর্শন করে আমাদের বিচারকমণ্ডলী সপ্তমীর সন্ধ্যায় দশটি সেরা পুজো মণ্ডপকে আমরা সম্মানিত করলাম সমস্ত বিধি-নিষেধকে মান্যতা দিয়ে। যদিও অন্যান্য বছরের মতো আর্থিক পুরস্কার আমরা এ বছর দিতে পারিনি। কিন্তু সুসজ্জিত ট্রফি, মিষ্টিমুখ, পুষ্পস্তবক ও স্মারকলিপি দিয়ে আমরা এবারে পূজামণ্ডপগুলোকে সম্মানিত করলাম।
হলিরক স্কুল,বেঙ্গল ফেইথ হাসপাতাল ছাড়াও এ বছরে আমাদের সহযোগিতা করেছিলেন এবিজি স্ক্যান সেন্টার ,আলোর দিশারী, আয়ুর্বেদা ,উত্তরা হাট, জ্যোতিষ সুমন্ত চট্টোপাধ্যায়।