আট কোটি পরিযায়ী শ্রমিক বিনামূল্যে খাবার পাবে, সব খরচ বহন করবে কেন্দ্র
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে শ্রমিকদের সাহায্যের কথা জানালেন নির্মলা সীতারামন। আগামী দু’মাস সব পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে খাবার দেওয়ার কথা জানানো হয়। তাদের প্রত্যেককে পাঁচ কেজি করে চাল বা গম ও এক কেজি ডাল দেওয়া হবে। বিপিএল কার্ড না থাকলেও এই খাবার বিনামূল্যে পাবেন তাঁরা।
লক ডাউন এর শুরু থেকে বিভিন্ন জায়গার পরিযায়ী শ্রমিক দেড় দেখা গেছে পায়ে হেটে বা কেও আবার সাইকেলে নিজের জায়গায় ফেরার জন্য রওনা দিয়েছেন।নেয় হাতে টাকা ,নেয় হাতে খাবার ও আশ্রয়। অবশেষে মোদীর প্যাকেজ ঘোষণার পর দ্বিতীয় দিনে অর্থমন্ত্রীর ঘোষণায় উঠে এল সেই শ্রমিকদের কথা।
তিনি আরো জানান আট কোটি পরিযায়ী শ্রমিক বিনামূল্যে খাবার পাবে।সব খরচ বহন করবে কেন্দ্র।এর জন্য খরচ হবে ৩৫০০কোটি টাকা। এজেন্সির মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের চিন্নিত করবে রাজ্য। এদের খাবার সরবরাহ করা হবে রাজ্য সরকারের মাধ্যমে। রেশন কার্ডের ব্যবস্থা নিয়ে নয়া ভাবনার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।