আগুনে ভস্মীভূত হল দিনমজুর পরিবারের গোটা বাড়ি
মালদা- চোখের সামনে আগুনে ভস্মীভূত হল দিনমজুর পরিবারের গোটা বাড়ি। মালদহের চাঁচল-১ নং ব্লকের রাটোট গ্রামের সকির আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানা গেছে,আগুনের মধ্যেই কোনোরকম ঘর থেকে বাইরে বের হয় তারা।পরিবারের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা।আগুন নেভানো কাজে ঝাঁপিয়ে পড়েন।প্রতিবেশী বাড়ি গুলো আগুন ছড়াবার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে আসাই দমকল কে খবর দেওয়া হয়নি বলে জানিয়েছেন দুর্গত সকির আলী।
গৃহবধূ রবিজান বিবি জানান,দুটি শোবার ঘর,রান্না ঘর,একটি গোয়াল ঘর সহ চারটি গবাদি পশু আগুনে পুড়ে ছাই হয়েছে।এমনকি ঘরে মজুত ধান,চাল,নগদ অর্থ,গয়না,সমস্ত আসবাব পত্র,পোশাক,দুটি মোটর বাইক সব কিছু আগুনে পুড়ে ছাই হয়েছে।প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।প্রতিবেশী বাহাদুর সেখে প্রাথমিক অনুমান,মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের ঘটনাটি ঘটেছে।সর্বস্র খুইয়ে পরিবারটি এখন খোলা আকাশে ঠাঁই হয়েছে।তাদের চাষের কোনো জমি নেই।দিন খেটেই তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা।আগুনের তাপে পাশের বাড়ি আব্দুল লতিফের ছাদে থেকে প্রায় দশ কুইন্টাল ধান পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।চাঁচল-১ নং ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্য জানিয়েছেন ক্ষয়ক্ষতি রিপোর্ট চাওয়া হয়েছে।এবং ব্লক অফিস থেকে ত্রিপল,পোশাক,চাল সহ যাবতীয় জিনিস পত্র দেওয়া হবে পরিবারটিকে।