আগামীকাল দাদার গড়ে দিদির জনসভা
নন্দীগ্রামঃ শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর এই প্রথম নন্দীগ্রামের জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে জেলা জুড়ে তারই প্রস্তুতি তুঙ্গে।
আগামীকাল বেলা দুটোর সময় নন্দীগ্রামের তেখালিতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে মুখ্যমন্ত্রীর সভায় স্থল পরিদর্শন করেন প্রশাসনের কর্তাব্যক্তিরা। আজ বিকেলে মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করতে যেতে পারেন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর জনসভা শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে।