আগামীকাল থেকে ৪ দিন ব্যাংক বন্ধ এই শহরগুলিতে, সেরে নিন জরুরি কাজ

ব্যাংকে কাজ বাকি থাকলে মিটিয়ে নিন দ্রুত। আগামীকাল, বৃহস্পতিবার থেকে চার দিন অধিকাংশ জায়গায় ব্যাংক বন্ধ থাকবে। রাজ্যজুড়ে বিভিন্ন উৎসবের কারণে বন্ধ থাকবে ব্যাংক। অন্তত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্যালেন্ডার সেটাই বলছে।

সুনিতা ঘোষ :- ব্যাংকে কাজ বাকি থাকলে মিটিয়ে নিন দ্রুত। আগামীকাল, বৃহস্পতিবার থেকে চার দিন অধিকাংশ জায়গায় ব্যাংক বন্ধ থাকবে। রাজ্যজুড়ে বিভিন্ন উৎসবের কারণে বন্ধ থাকবে ব্যাংক। অন্তত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্যালেন্ডার সেটাই বলছে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের আওতায় পড়ে ছুটির দিনগুলি।

 

এক একটি রাজ্যের ভিত্তিতে ছুটির দিনগুলি নির্ভর করে। কিন্তু সেই দিনগুলিতে সারাদেশ জুড়ে বন্ধ থাকছে ব্যাংক। নির্ধারিত দিনে বন্ধ থাকবে পাবলিক সেক্টরের সব ব্যাংক বেসরকারি ব্যাঙ্ক, বিদেশি ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক ও আঞ্চলিক ব্যাঙ্ক। আগামী ১৪ ই এপ্রিল বন্ধ থাকছে ব্যাংক। ডঃ বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী, মহাবীর জয়ন্তী, বৈশাখী, তামিল নববর্ষ দিবস, চেরাওবা, বিজু উৎসব এবং বোহাগ বিহু সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যাংক বন্ধ থাকবে।

 

১৪ এপ্রিল ব্যাংক বন্ধ থাকবে আগরতলা, আমদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়া দিল্লি, পানাজিতে পটনা, রাঁচি, শ্রীনগর, তিরুবনন্তপুরমে। ১৫ এপ্রিল রয়েছে গুড ফ্রাইডে, বাংলা নববর্ষ দিবস, হিমাচল দিবস, বিশু, বোহাগ বিহু। রাজস্থান, জম্মু এবং শ্রীনগর ছাড়া সমস্ত অঞ্চলে বন্ধ থাকবে ব্যাংক।

 

১৬ এপ্রিল বোহাগ বিহু উপলক্ষে গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৭ এপ্রিলও উইকএন্ডের কারণে ব্যাংক বন্ধ থাকবে। গড়িয়া পূজার কারণে ২১ এপ্রিল এবং শব-ই-কদর, জুমাত-অল-বিদা-র কারণে ২৯ এপ্রিল ব্যাংক বন্ধ থাকবে। মাসের প্রথম ও তৃতীয় শনিবার ব্যাংক খোলা থাকে। শেষ শনিবার, অর্থাৎ ২৩ এপ্রিল এবং ২৪ এপ্রিল, অর্থাৎ রবিবার ব্যাংক বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *