আগামিকাল সকাল দশটায় ফের জাতির উদ্দেশে ভাষণ মোদীর

                                        সৌজন্যে :ইন্টারনেট-

আগামিকাল ১৪ ই এপ্রিল মঙ্গলবার শেষ হচ্ছে দেশজুড়ে ২১দিনের লকডাউনের মেয়াদ।এদিকে শনিবার প্রধানমন্ত্রী সঙ্গ বৈঠক করেন রাজ্যের মূখ্যমন্ত্রীরা।লকডাউন বাড়ানোর পক্ষে সুপারিশ করেছে একাধিক রাজ্য।মঙ্গলবার সাকল ১০টায় ফের জাতীর উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


কী বলবেন প্রধানমন্ত্রী তা নিয়ে আলোচনা তুঙ্গে। রাজনৈতিক মহলের ধারনা লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বেশকিছু নীতিও ঘোষণা করতে পারেন মোদী বলে অনেকে আশাবাদী 
শনিবার বিভিন্ন রাজ্যের  মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীও সম্মত হয়েছিলেন যে লকডাউনের মেয়াদ বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই।বর্তমানে দেশের অর্থনৈতিক পরিকাঠামো বেকায়দায় । লকডাউনের পরে  তা আরও কঠিন অবস্থার সমুক্ষিন হবে।কাজ নেয়  লক্ষ লক্ষ খেটে খাওয়া মানুষের। ছোট ব্যবসা বন্ধ,শিল্প বন্ধ, অর্থনীতি জটিল অবস্থার সমুক্ষিন ।তাই  আগামিকালের ভাষণে দেশের অর্থনীতি  নিয়ে প্রধানমন্ত্রী কিছু বলেন সেই আসায় বহু মানুষ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *