অভিযোগ অভিভাবকরা বিজেপি করায় ভাতারের আমারুন গ্রামে 5 ছাত্রী পঞ্চায়েত সার্টিফিকেট পেলেন না
পূর্ব বর্ধমান জেলার ভাতার এর আমারুণ 1 গ্রাম পঞ্চায়েতের আমরুল শিক্ষা নিকেতনের ৫ ছাত্রী পঞ্চায়েতের ইনকাম ট্যাক্স সার্টিফিকেট পেলেন না।বাড়ির অভিভাবকরা বিজেপি করায়। এই বিস্ফোরক অভিযোগ তুলে ভাতার ব্লক আধিকারিকের কাছে দ্বারস্থ হলেন 5 স্কুল ছাত্রী।তাদের অভিযোগ বারবার তারা গ্রাম পঞ্চায়েতে গেলেও তাদের সার্টিফিকেট দেয়া হয়নি।
অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক ভট্টাচার্য জানান সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তৃণমূল কংগ্রেস এরকম রাজনীতি করে না। ওরা ভুলে গেছে লকডাউন এর সময় একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রীকে পড়াশোনা করার জন্য মানবিক মুখ্যমন্ত্রী ট্যাব দিয়ে দিয়েছিলেন।সবুজ সাথী সাইকেল দেবার সময় কোন দল দেখেনা তৃণমূল কংগ্রেস।ভোটে হেরে গিয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে রাজনীতি করছে বিজেপি।
সমগ্র বিষয়কে কেন্দ্র করে ভাতার আমারুন গ্রামে চাঞ্চল্য ছড়ায়।কন্যাশ্রী প্রকল্পের অনুদানের আবেদন করতে পঞ্চায়েতের সার্টিফিকেট লাগে। আমারুন গ্রামের ৫ ছাত্রীকে বাড়ির লোকজন বিজেপি করার অপরাধে সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ আমারুন ১ প্রধান দীপক ভট্টাচার্যের বিরুদ্ধে।সোমবার বিডিওর দ্বারস্থ ছাত্রীরা।