১৮তম বার্ধমান শিশু মেলার শুভ সূচনা
সুমিত ভগৎ ,পরমেশ্বর মোহান্ত -বর্ধমান :
পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে শনিবার শুভ সূচনা হলো শিশু উৎসবের। 18 তম শিশু মেলা শুরু হলো ৪ঠা জানুয়ারি চলবে 12 জানুয়ারি পর্যন্ত। এ বছরের শিশু মেলার ভাবনা ইচ্ছে ডানা। অন্যান্য বছরের মতো এ বছরও উৎসবে শিশু মেলায় প্রবেশ করতে গেলে কোন প্রবেশমূল্য লাগবেনা।
শনিবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মেলার সূচনা হলো। শোভাযাত্রাটি বর্ধমান টাউন হল থেকে শুরু হয় বিসি রোড হয়ে মেলা প্রাঙ্গণে কল্পতরু মাঠে এসে শেষ হয়। এদিন মেলার শুভ উদ্বোধন করলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা সোহম চক্রবর্তী।
উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা , সহ-সভাপতি দেবু টুডু, পুলিশ সুপার ভাস্কর মুখার্জি ,বর্ধমান দক্ষিণের বিধায়ক রবি রঞ্জন চট্টোপাধ্যায় , প্রাক্তন কাউন্সিলর খোকন দাস সহ অন্যান্য নেতৃত্ব। প্রদীপ প্রজ্জ্বলন করে শিশু মেলার শুভ সূচনা করলেন সোহম চক্রবর্তী।
Happy-start-5th-oldest-child-fair