হেরোইন ও গাঁজা বিক্রিকে কেন্দ্র করে গুলি ও বোমা
সোনা গোস্বামী :মুর্শিদাবাদ:-এলাকায় হেরোইন ও গাঁজা বিক্রিকে কেন্দ্র করে চললো গুলি ও বোমা। রবিবার রাতে মুর্শিদাবাদে বহরমপুরের বেজপাড়া এলাকার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। স্থানীয়দের অভিযোগ- এলাকায় ২ তৃণমূল নেতার মদতে দীর্ঘদিন ধরে চলছে এই বেআইনি কারবার। এবিষয়ে বারবার পুলিশে জানিয়েও সমস্যার কোনো সুরাহা না হওয়ায় এলাকায় মাদক বিক্রেতাদের বিরোধিতা করে স্থানীয়রা।
ঘটনার জেরে এদিন রাতে ওই এলাকায় চড়াও হয় একদল সশস্ত্র দুষ্কৃতি। স্থানীয়দের লক্ষ্য করে চালানো হয় গুলি ও বোমা বলে অভিযোগ। ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। অন্যদিকে প্রশাসনের কাছে স্থানীয়দের দাবি- বে আইনি এই কারবারের মূল পান্ডা- স্থানীয় ২ তৃণমূল নেতা জালাল সেখ ও তাহাবুল সেখের বিরুদ্ধে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন।