স্নেহাঞ্জালি কর্মসূচি পালন
মহেশতলা বিধানসভার মহিলা তৃণমূল নেত্রী ডোনা চক্রবর্তী ব্যানার্জির উদ্যোগে এবং তৃণমূল কংগ্রেস এবং মহিলা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় স্নেহাঞ্জালি কর্মসূচি পালন করা হল। মহেশ তলা ডাক ঘর এলাকার ২২নম্বর ওয়ার্ডে বিনা পয়সায় সবজি বিতরণ করা হয় এদিন।এই করোনা পরিস্থিতিতে কাজ কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ। সাহায্য পেয়ে আপ্লুত সাধারণ মানুষও। তাদের এই কর্মকান্ড কে কুর্নিশ জানাচ্ছে সকলে।