স্কুলে বন্দুক নিয়ে হাজির পড়ুয়া, চাঞ্চল্য নন্দকুমারে
নন্দকুমারঃ পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত মহারাজা নন্দকুমার হাইস্কুলে নবম শ্রেণীর স্কুল ছাত্রের হাতে পাওয়া গেল বন্দুক। ছাত্রের বাড়ি নন্দকুমার থানার বাসুদেব পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শ্রীধরপুর গ্রামে । এই ঘটনায় স্কুলসহ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্কুল চলাকালীন ছেলেটি ক্যান্টিনে বসে আড্ডা মারছিল।
ক্যান্টিনে গিয়ে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক এনসিসি ভবতোষ ভূঁইয়া সন্দেহবশত তার ব্যাগ চেক করলে ওই পাখি মারা বন্দুক পাওয়া যায় সঙ্গে গুটকা এবং বিড়ি। প্রাথমিকভাবে জানা যায় বন্দুকটি পাখি মারার বন্দুক। তারপর ওই ছেলেটিকে ও তার অভিভাবকে ডাকে এবং নন্দকুমার থানা এসআই সেকেন্ড অফিসার সৈয়দ মিলাদ আহমেদের তাকে সহ তার বাবা ও পাখি মারা বন্দুক টিকে আটক করে ।