সিপিএমের শ্রমিক সংগঠন ৩০০ ক্যাব নামাচ্ছে শহরে

করোনা পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে কাজে লাগানোর জন্য ক্যাব পরিষেবা চালু করছে সিটু। সিপিএমের শ্রমিক সংগঠনের হাতে থাকা ‘কলকাতা ওলা-উব্‌র অ্যাপ ক্যাব অপারেটর্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন’ আপাতত ৩০০ ক্যাব নামাচ্ছে শহরে। অবস্থা খুব গুরুতর নয়, এমন কোভিড রোগী ও তাঁর পরিজনেরা ওই ক্যাব বুক করে হাসপাতাল বা চিকিত্‍সার জন্য যেতে পারবেন। নির্দিষ্ট দূরত্বে অ্যাপ ক্যাবের ভাড়ার পাশাপাশি চালকের জন্য পিপিই কিটের দাম দিতে হবে সওয়ারিকে। পিপিই কিট চালকদের দেবে সিটুর ওই সংগঠনই।

শহরের চার প্রান্তের জন্য চারটি নম্বর ২৪ ঘণ্টাই তাদের গাড়ির জন্য যোগাযোগ করা যাবে।করোনা সংক্রমণ বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে  অ্যাম্বুল্যান্সেরও আকাল দেখা দিচ্ছে। সিটু, এআইটিইউসি, আইএনটিইউসি, ইউটিইউসি-সহ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি মঙ্গলবারই কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে, কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মেনেই চট, চা, কয়লা-সহ সব শিল্পে উত্‍পাদন চালু রাখতে হবে। সব শ্রমিককে বিনামূল্য টিকা দেওয়া এবং রাজ্যের সব অংশের স্বাস্থ্যকর্মীদের বিমা প্রকল্পের আওতায় আনার দাবিও তুলেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *