বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সালার চলো তোমায় সুন্দর করে গরে তুলি একটি ফেসবুক গ্রুপের উদ্যোগে সোমবার একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এদিনের এই রক্তন শিবির থেকে প্রায় ৫০ জন রক্তদাতা রক্তদান করেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা ।এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ন কবির,সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্দ্রনীল মাহান্ত ও সালার চলো তোমায় সুন্দর করে গরে তুলি ফেসবুক গুরুপের সদস্যরা ।
সালার চলো তোমায় সুন্দর করে গরে তুলি একটি ফেসবুক গ্রুপের উদ্যোগে রক্তদান শিবির
By anandabarta
Published on: June 14, 2021

---Advertisement---