সাংবাদিক সম্মেলন করে সুব্রত মুখোপাধ্যায়, সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং মুখপাত্র কুণাল ঘোষ বলেন,” অডিও টেপ প্রকাশ করছেন, আমাদের কাছেও রাখা আছে
প্রথম পর্যায়ের নির্বাচনের দিন যে অডিও টেপ সামনে এনেছে বিজেপি, তাতে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির দাবি অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ভোটের ক্ষেত্রে সাহায্য চেয়েছেন বিজেপি নেতা প্রলয় পালের কাছে। সেই বিষয়টি নিয়ে এদিন বিকেলে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন দলের প্রবীণ নেতা সুব্রত মুখোপাধ্যায়, সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং মুখপাত্র কুণাল ঘোষ। সেখানে বিজেপিকে পাল্টা আক্রমণ করেছেন কুণাল। তিনি বলেন,” অডিও টেপ প্রকাশ করছেন, আমাদের কাছেও রাখা আছে। শিশির বাজোরিয়া এবং মুকুল রায়ের অডিও টেপ আছে। সব দেখতে পাবেন”।
কুণাল বলেন, ” কীভাবে এই সিদ্ধান্ত কমিশন নিয়েছে সেটা আমরা জানি। শিশির বাজোরিয়া এবং মুকুল রায়ের কথোপকথনের অডিও টেপ আমাদের কাছে রাখা আছে। সবটাই দেখতে পাবেন।” অর্থাত্ অডিও টেপ ইস্যুতে এভাবেই পাল্টা বিজেপিকে চাপে ফেলতে চাইল তৃণমূল। বিজেপির অডিও টেপ প্রসঙ্গে সুব্রত বলেন, ” যদি সত্যিই মমতা ওটা বলে থাকেন ফোন করে, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি, নেত্রীর প্রতি আমার শ্রদ্ধাবোধ বহুগুণে বেড়ে গেল আজ থেকে। অতীতে কংগ্রেসে থাকার সময় আমার মান অভিমান হয়েছিল। তখন প্রিয়রঞ্জন দাশমুন্সি, ইন্দিরা গান্ধীরা আমার মান ভাঙিয়েছিলেন। এতে কী তাঁরা ছোট হয়ে গিয়েছিলেন? দলনেত্রী একজন পুরনো কর্মীকে ফোন করে দলে ফিরতে বলছেন, এর চেয়ে বড় ব্যাপার আর কী হতে পারে। তৃণমূলের নিচুতলার কর্মীরা এতে উজ্জীবিত হবেন।