সর্বদল বৈঠকে সিদ্ধান্ত কমিশনের..পিছিয়ে গেল পুরভোট

করোনা আতঙ্কে  ১৫ দিন পিছিয়ে যাচ্ছে পুরভোট বলে জানালেন নির্বাচন কমিশন 

 করোনার (Coronavirus) ধাক্কা পুরভোটেও।আজ সর্বদলীয় বৈঠকে নির্বাচন পিছিয়ে গেল অন্তত ১৫ দিন।যদিও জুন পর্যন্ত কলকাতা পুরবোর্ডের সময়সীমা রয়েছে,ফলে নির্বাচন কমিশন জানিয়েছেন এই পরিস্থিতিতে এখনই ভোট নয়।৩০ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত কাজ। পরে পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন।সূত্রের খবর  রমজানের পরই নাকি ভোট হওয়ার সম্ভাবনা । 
                       
পুরভোট পিছিয়ে যাবে এটা প্রায় নিশ্চিত ছিল । রবিবার তৃণমূল কংগ্রেসের টুইট করে বিবৃতি জারি করে। বিবৃতিতে বলা হয়েছে,”Covid 19-কে অতিমারী ঘোষণা করেছে WHO।তাই  মানুষের সুরক্ষার কথা ভেবে বহু  নির্দেশিকা জারি ও একাধিক পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।এই সঙ্কটের সময়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে পুরসভার ভোট পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয় । 
একই সুর শোনা গিয়েছে বিজেপির গলাতেও। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইতিমধ্যেই জানিয়েছেন, বিপর্যয়ের আশঙ্কা থাকলে পুরভোট পিছিয়ে দেওয়াই শ্রেয়।আর তাই নির্বাচন কমিশন ভোট পিছিয়ে দিলো বলে জানা যায়। .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *