বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

সদ্যোজাত শিশুর ক্ষতবিক্ষত দেহ টানাহেঁচড়া করল কুকুরে

Published on: June 20, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

কৃষ্ণ সাহা :বর্ধমান -রাস্তার ধারে সদ্যোজাত শিশুর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকা ঘিরে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরে  সদ্যোজাত শিশুর দেহে  রাস্তার ধারে বৃষ্টির মধ্যে দীর্ঘক্ষন পড়ে থাকে এবং রাস্তার কুকুরে দেহটিকে একস্থান থেকে অন্যস্থানে টানাহেঁচড়া করে নিয়ে এসেছে বলে জানান স্থানীয় বাসিন্দারাশনিবার ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের ছোটনিলপুর আমবাগান এলাকায়স্থানীয় বাসিন্দারা থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ 

দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তারাসদ্যোজাত শিশুর ক্ষতবিক্ষত দেহ টি বেলচায় করে উদ্ধার করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মনক্ষুন্যতা দেখাগেছেস্থানীয় বাসিন্দারা বলেন , বৃষ্টির মধ্যে দীর্ঘক্ষন শিশুটির দেহ রাস্তায় পড়েছিলরাস্তার কুকুরের এটিকে টানাহেঁচড়া করছিলোতার অনুমান শিশুটির বয়স আনুমানিক ১থেকে ২ দিন হবেস্থানীয়রা কেউ শিশুটিকে এইভাবে ফেলে দিয়ে গেছে বলে উত্তম বাবু অভিযোগ করেনঅপর এক বাসিন্দা  বলেন,সদ্যোজাত শিশুর দেহ এইভাবে পড়ে থাকাটা খুবই বেদনাদায়কআমাদের সকলেরই সন্তান আছে যারা এইভাবে সদ্যোজাত শিশুকে ফেলে দিয়ে গিয়েছে তারা খুবই নিষ্ঠুর তাদের অবিলম্বে শাস্তি হওয়া উচিত

Join Telegram

Join Now