সদ্যোজাত কন্যা সন্তানকে গলা টিপে হত্যা করে সেফটি ট্যাংক ফেলে দেওয়ার অভিযোগ
কন্যা সন্তান প্রসব হওয়ার কারণে গলা টিপে হত্যা করে সেফটি ট্যাংক ফেলে দেওয়া অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। ঘটনার পর পলাতক অভিযুক্ত মা। খবর পেয়ে সদ্যোজাত মৃতদেহ উদ্ধার করে চাপড়া থানার পুলিশ।ঘটনাটি ঘটে চাপড়া থানার বৃত্তি হুদা দক্ষিণ পাড়া এলাকায়।ওই এলাকায় বাসিন্দার আতিউর শেখ ও তার স্ত্রী বনফুল শেখ বয়স 30 বছর। স্বামী আতিউর শেখ জোন মজুরের কাজ করেন। তাদের তিনটি কন্যাসন্তানের পরে আবার তাদের সোমবার ভোরে বাড়িতেই আর একটি কন্যা সন্তান জন্ম হয়। পরপর চারটি কন্যা সন্তান হওয়ার কারণে জন্মের পরেই মা ওই সদ্যোজাত কন্যাসন্তান টির গলাটিপে হত্যা করে বলে অভিযোগ।
এরপর ওই সদ্যোজাত কে হত্যা করে পায়খানার ভিতরে ঢুকিয়ে দেয়। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাপড়া থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ সরকারি হাসপাতাল এলাকায় আশা কর্মীদের পরিষেবা থাকা সত্ত্বেও কিভাবে ওই মহিলা বাড়িতে প্রসব করলো তা নিয়ে উঠছে প্রশ্ন। এলাকার মানুষ পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়