শুভেন্দু অধিকারী ঘনিষ্ট বেআইনি অস্ত্র, গুলি সরঞ্জাম সহ গ্রেপ্তার
প্রাইভেট গাড়িতে করে বেআইনি অস্ত্র, গুলি সহ সরঞ্জাম নিয়ে যাওয়ার পথে পূর্ব মেদিনীপুর এর সোনাপেতিয়া টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার শুভেন্দু অধিকারী ঘনিষ্ট হলদিয়ার নেতা সেখ আমির আলী (আরমান ভোলা) সহ আরও 2। বাকিদের নাম অরুণাভ কুইতি ও হারাধন। আটক দামি চরচাকা গাড়ি ও। ধৃতদের গ্রেফতার করে তমলুক থানার পুলিশ। আজ তমলুক মহকুমা আদালতে তোলা হলে বেল খারিজ করে 11 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক।