শিশু পাচার কাণ্ডে বাঁকুড়ায় এলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সণ

বাঁকুড়াঃ একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষের শিশু পাচার কাণ্ডে নাম জড়ানোয় এই মুহূর্তে সংবাদ শিরোনামে বাঁকুড়া। এই ঘটনার পর বাঁকুড়ায় এলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সণ অনন্যা চক্রবর্ত্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল। মঙ্গলবার বাঁকুড়ায় পৌঁছেই তাঁরা সার্কিট হাউসে ঐ ঘটনায় তদন্তকারী পুলিশ আধিকারিক সহ অন্যান্যদের সঙ্গে আলোচনায় বসেন। ঐ আলোচনায় উপস্থিত ছিলেন চিত্রাভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জীও।
প্রসঙ্গত, বাঁকুড়া-১ব্লকের কালপাথর এলাকার জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ, রাজস্থানের বাসিন্দা কে.কে রাজোরিয়াকে শিশু পাচারের অভিযোগে পুলিশ গ্রেফতার করে। একই সঙ্গে ঐ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরো ৭ জনকে পুলিশ গ্রেফতার করে গত সোমবারই আদালতে তোলে। এদের মধ্যে অধ্যক্ষ সহ তিন জনকে পুলিশী হেফাজত ও বাকি পাঁচ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। উদ্ধার হওয়া পাঁচ শিশুকে হোমে রাখার নির্দেশ দিয়েছে আদালত।