শিশুর পেটের ভেতর থেকে টিভি রিমোটের ব্যাটারি বার করে চিকিৎসায় বড় সাফল্য

মালদা :দেবু সিংহ – তিন  বছরের শিশুর পেটের ভেতর থেকে টিভি রিমোটের ব্যাটারি অস্ত্রোপচার করে বার করে চিকিৎসায় বড় সাফল্য পেল মালদা মেডিকেল কলেজজানা যায় হবিপুর থানার বুলবুলচন্ডী কেন্দুয়া এলাকার বাসিন্দা সনজিত সরকার পেশায় স্কুল শিক্ষক তার তিন বছরের ছেলে অনিক সর্কার টিভির রিমোটের ব্যাটারি খেলতে গিয়ে হঠাৎই পেন্সিল ব্যাটারি মুখের ভিতর ঢুকিয়ে ফেলে এবং সরাসরি পেটের ভিতরে ঢুকে যায়।  অসহ্য যন্ত্রণা শুরু হলে  বাড়ির লোকেরা প্রথমে বুলবুলচন্ডী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে এবং সেখান থেকেই তাকে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে



মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সার্জারি বিভাগের ডাক্তার পার্থপ্রতিম মন্ডল প্রথমে শিশুটিকে দেখে। পরে  এক্সরে করা হয় এবং এক্সেরে প্লেট  এর মধ্যে ছবিতে ফুটে ওঠে ব্যাটারি ছবি।  তার পরই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় অপারেশন করার।  সোমবার রাতে 40 মিনিটের একটি অপারেশন করে মেডিকেল কলেজ ডাক্তাররা।   মালদা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর ডক্টর পার্থপ্রতিম মন্ডল ব্যাটারি  পেটের ভেতর থেকে বার করে। চিকিৎসকরা জানান  বাচ্চাটি এখন পুরোপুরি সুস্থ।  তবে খেতে একটু অসুবিধা হলেও চিকিৎসকদের মতে রাত থেকে শারীরিকভাবে খাওয়া-দাওয়া করতে পারবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *