লুকাস ও ফোথ বাদ কোপা আমেরিকা কাপে
কোপা আমেরিকা কাপের জন্য দল ঘোষণা করল আর্জেন্টিনা। কিন্তু বাদ পড়লেন লুকাস ও হুয়ান ফোথ। তারা দুজনেই বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে ভাল খেলতে পারেননি। দুদিন আগেই কলাম্বিয়ার বিরুদ্ধে ফোথের ভুলে শেষ মিনিটে গোল খেয়ে আর্জেন্টিনা খেলা ড্র করে। কোপাতে সোমবার আর্জন্টিনা প্রথম খেলতে নামবে চিলির বিরুদ্ধে। আর্জেন্টিনা ১৯৯৩ তে কোপায় শেষবার জিতেছে।