রেশনের মাল পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পরল,এলাকায় ব্যাপক চাঞ্চল্য

মঙ্গলকোট:আমিরুল ইসলাম :গতকাল রাত্রে রেশনের মাল পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পরল এক ব্যক্তি, ঘটনাটি মঙ্গলকোটের চন্দ্রপুরে, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। মঙ্গলকোট বিধানসভার চন্দ্রপুর বাসস্ট্যান্ডে রয়েছে কালী মাতা তেলের  মিলএলাকাবাসীদের অভিযোগ ওই তেলের মিলের আড়ালে তারা অবৈধভাবে রেশনের মাল কেনাবেচা করছিলওই মিল মালিকের নাম এককড়ি গড়াই ও অর্জুন গড়াই। 

 সরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত পাঁজা জানান অর্জুন গড়াই এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। গোটা রাজ্য জুড়ে  দেখা যাচ্ছে বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করছে ও রেশন দুর্নীতি করছে। আমার সরগ্রাম চন্দ্রপুর বাসস্ট্যান্ডে আজ একই ঘটনা ঘটেছে আমাদের প্রশাসনের ওপর আস্থা আছে প্রশাসন এর সঠিক পদক্ষেপ নেবে

                       
সরগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অসিত হাজরা জানান, আমি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসেছি, কাটোয়া থানার পুলিশ হাজির হয়েছে আশা করছি প্রশাসন এর সঠিক তদন্ত করবেকারণ গরিব মানুষের খাবার নিয়ে যারা ব্যবসা করে তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার
                        
অপরদিকে অভিযুক্ত অর্জুন গড়াই জানান, আমি কোন রেসন দুর্নীতি করিনিআমার এলাকায় বহু মানুষ রয়েছে যারা গ্রামে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি এই রেশনের আটা ও চাল কেনে।  আমি সেই সমস্ত ব্যক্তিদের কাছে কিনেছি যদি এটা অপরাধ হয় তাহলে আমি অপরাধীআর আমি কোন রাজনীতির দলের সঙ্গে যুক্ত নয়সব মিলিয়ে এই চন্দ্রপুর বাজারে রেশনের মাল উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়পুলিশ সূত্রে খবর এখনো কোনো অভিযোগ কাটোয়া থানায় হয়নি, তদন্ত শুরু হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *