বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

রায়না ফকিরপুরে এ বিজেপি যুব মোর্চার তরফ থেকে বিক্ষোভ মিছিল

Published on: August 20, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

নিজস্ব প্রতিনিধি :পূর্ব বর্ধমান -শান্তির খোঁজে কলকাতা থেকে বোলপুরে এসে শিক্ষা প্রতিষ্ঠান বানিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরনাম দিয়েছিলেন শান্তিনিকেতনগতানুগতিক পড়াশুনার বাইরে বেরিয়ে প্রকৃতির বুকে শিক্ষা নেওয়ার মন্ত্রে মানুষকে উজ্জীবিত করেছিলেন তিনিসেই শান্তিনিকেতনের মেলার মাঠ ঘেরা নিয়ে উত্তপ্তকবিগুরুর সাধের বোলপুরবিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মেলার মাঠ ঘিরে ফেলার সিদ্ধান্ত নেন


গত শনিবার ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশকে হাতিয়ার করে মাঠ ঘেরার কাজ শুরু হয়সেটা নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বোলপুরবাসীতাঁদের সাধের মেলার মাঠ ঘেরা যাবে নাএকই উদ্দেশ্য নিয়ে রায়না ফকিরপুরে এ বিজেপি যুব মোর্চার তরফ থেকে বিক্ষোভ মিছিল করা হয়বাংলা এবং বাঙালি সংস্কৃতি কে আঘাত করেছেন যারা, তাদের বিরুদ্ধে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক বলে দাবি জানান  রাজ্য বিজেপির দায়িত্বে থাকা রাজ দে। 


পুরো ঘটনার জন্য বিজেপি নেতৃত্ব সম্পূর্ণভাবে রাজ্যে শাসকদলের দিকে আঙুল তুলেছেনরবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে বসে বিজেপির সদস্যরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ধরনায় বসেনতাদের দাবি, দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি সারা বাংলার মানুষ যেন বাংলা সংস্কৃতির নির্মূলকরণ এর পথে বাধা সৃষ্টি করে দাঁড়ায়

 

Join Telegram

Join Now