রায়নায় পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা
পূর্ব বর্ধমান:ফের উত্তেজনা পূর্ব বর্ধমানের রায়নাতে।পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা। গত পরশু বর্ধমানের রায়নাতে নির্বাচনী প্রচারে বেরিয়ে আক্রান্ত হন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা। তার উপর বিজেপি কর্মীরা পরিকল্পিতভাবে তীর-ধনুক নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এরপর পুলিশ পাঁচ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। সেদিনের ঘটনার পর আজ গ্রামে পুলিশ গেলে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। সামিল হন গ্রামের কিছু লোকজন। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ পুলিশ পরিকল্পনামাফিক বিজেপি কর্মী সমর্থকদের হেনস্তা করছে। তাদের এলাকায় গিয়ে হুমকি দিচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে মিথ্যা অপপ্রচার মিথ্যা চালাচ্ছে বিজেপি নেতৃত্ব।
ঘটনার খবর পেয়ে গ্রামে যান রায়নার বিজেপি প্রার্থী মানিক রায়। তিনি বলেন পুলিশের সঙ্গে তৃণমূলের যোগসাজশ রয়েছে ।তারই বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে আজকের বিক্ষোভে। তবে তিনি পুলিশের সঙ্গে কথা বলেছেন নিরপরাধ মানুষের ওপর অত্যাচার হবে না। অন্যদিকে এলাকার তৃণমূল নেতা কলিমউদ্দিন জানান গোটা বিষয়টি বিজেপির রাজনৈতিক নাটক। হালে পানি না পেয়ে নির্বাচনে জিততে নাটক শুরু করেছে বিজেপি।