রানিবাঁধে বজ্রাঘাতে মৃত দুই পরিবারের সঙ্গে দেখা করলেন শ্যামল সাঁতরা
বাঁকুড়া জেলার রানিবাঁধ ব্লকে গতকাল বজ্রাঘাতে বাসুদেব হাঁসদা ও কৃষ্ণপদ মাহাতো নামে দুই ব্যক্তির মৃত্যু হয় । মঙ্গলবার মৃত ওই ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো শ্যামল সাঁতরা এদিন তাদের বাড়িতে পৌঁছে যান । অত্যন্ত দরিদ্র এই দুই পরিবার তৃণমূল নেতৃত্বদের পাশে পেয়ে কিছুটা স্বস্তি পেলেন । পাশাপাশি আগামী দিনে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের তরফে ।
বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরা বলেন , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো আমরা তাদের বাড়িতে গিয়েছিলাম এবং আগামী দিনে পরিবারের পাশে থাকার বার্তা দিলাম ।