রাজ্য সরকারও যথেষ্ট ভূমিকা নিয়েছে বললেন রাজ্যপাল জাগদীপ ধনকার

আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসে ঘূর্ণিঝড় যশ পরিস্থিতির খবর নিতে এলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। তিনি জানিয়েছেন ঘূর্ণিঝড়ের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই অধিকর্তার সঙ্গে কথা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তার সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এর কাছ থেকে বিস্তারিত জেনে নিলেন ইয়াশ এর পরিস্থিতি।
তিনি জানিয়েছেন এনডিআরএফ ও বিপর্যয় মোকাবেলা দল, সেনাবাহিনী ইতিমধ্যেই প্রস্তুত তান্ডব লীলা পরিস্থিতি সামাল দিতে। রাজ্য সরকারও যথেষ্ট ভূমিকা নিয়েছে। সুন্দরবন কাকদ্বীপ ও উপকূলবর্তী এলাকার হাজার হাজার মানুষদের ইতিমধ্যেই ত্রাণশিবিরে স্থানান্তরিত করা হয়েছে।
