বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

রাজীব বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে ফের পোস্টার

Published on: June 12, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

ডোমজুড়ের বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে ফের পোস্টার পড়ল। শনিবার সকালে ডোমজুড়ের বাঁকড়া এলাকায় রাজীব বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে পোস্টার এবং ফ্লেক্স দেখা যায়। যদিও ওই পোস্টারে রাজীব বন্দ্যোপাধ্যায় এর কোন নাম ছিল না। পোস্টারে লেখা আছে বাংলার মীরজাফর গদদার বেইমানদের কোন ঠাই নেই। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করা হয়েছে সেচ দপ্তরে তদন্ত কমিটি বসিয়ে গদদারদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পোস্টার বা ফ্লেক্স এর নিচে লেখা আছে ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য রাজীব বন্দ্যোপাধ্যায় সেচমন্ত্রী, বন মন্ত্রী থাকাকালীন বিভিন্ন দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীর নির্দেশে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। ডোমজুড় বিধানসভা কেন্দ্র থেকে এবারের ভোটে দাড়িয়ে তিনি হেরেও যান। সম্প্রতি তার একটি রাজনৈতিক টুইটে তিনি বলেন কথায় কথায় দিল্লি বা ৩৫৬ ধারা বাংলার মানুষ ভাল চোখে নেবেনা। এরপর তৃণমূল কংগ্রেসের ফেরা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।তখনো একইভাবে ডোমজুড়ের সলপএলাকায় রাজীব বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে পোস্টার পড়তে দেখা যায়। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন গদদারকে দলে নেওয়া হবে না।

Join Telegram

Join Now