আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

মিলছে না পর্যাপ্ত রেশন সামগ্রী, অভিযোগে ডিলারকে ঘিরে বিক্ষোভ বর্ধমানে

Published on: April 3, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

                                     সুমিত ভকত :বর্ধমান 

মুখ্যমন্ত্রীর নির্দেশে চলতি সপ্তাহ থেকেই খাদ্য সাথী প্রকল্পে বিনামূল্যে রেশন দ্রব্য বিলি শুরু করেছে রেশন ডিলাররা। তবে এবার রেশন দ্রব্য কম দেওয়ার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ালো বর্ধমানের বোরহাট এলাকায়  
 লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন অনেকেই। সে কথা মাথায় রেখে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে চলতি সপ্তাহ থেকেই খাদ্য সাথী প্রকল্পে বিনামূল্যে রেশন দ্রব্য বিলি  শুরু করেছে রেশন ডিলাররা। তবে এবার রেশন দ্রব্য কম দেওয়ার অভিযোগে তীব্র উত্তেজনা। 
এদিন প্রাপ্য রেশন সামগ্রী থেকে কম জিনিস দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখানে শুরু করেন গ্রাহকরা। রেশন ডিলারকে  উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা । উত্তেজনা ছড়ায় এলাকায়। 
যদিও উত্তেজনা দেখে রেশন ডিলার নিজের ভুল স্বীকার করে নিয়ে আবার ও সঠিক মাল দিতে শুরু করে। মাল কম থাকায় কম মাল দিছিলো বলে জানায়। 

Join Telegram

Join Now