ভ্যাকসিনের আকাল,দ্বিতীয় ডোজ নিতে এসে ফিরে যেতে হলো

ভ্যাকসিনের আকাল এখনো অব্যাহত বর্ধমান মেডিকেল কলেজে। পর পর দুদিন কোভিশিল্ড দেওয়া বন্ধ থাকার পর রবিবার আবার ভ্যাকসিন দেওয়া হলো। তবে অনেক কম পরিমানে ভ্যাকসিন দেওয়াই দূরদূরান্ত থেকে আসা অনেক মানুষই এদিন ফিরে যান। এদিন ৪০০জনকে ভ‍্যাকসিনের কুপন দেওয়ার পর বন্ধ করে দেওয়া হয় কুপন।অনেকে প্রথম ডোজ নেওয়ার নির্দিষ্ট সময়ের পর দ্বিতীয় ডোজ নিতে এসেছিলেন এদিন।তারপরও তাদের ফিরে যেতে হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে না পারলে সমস্যায় পড়তে হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

এদিন পশ্চিম বর্ধমানের মানকর থেকে আসা ৬৫বছর বয়সের এক বৃদ্ধা বুলু মন্ডল তিনি পরিচারিকার কাজ করে বর্ধমান শহরে ।এদিন তিনি বলেন আমি প্রথম ডোজ নিয়েছি মানকর থেকে।, দ্বিতীয় ডোজ আজ নিতে এসে কুপন পেলাম না ।এদিন তাকে হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে হলো ।এদিন আর এক ব‍্যাক্তি শহরের নতুন পল্লি এলাকার বাসিন্দা সৌভিক পাল বলেন আমার প্রথম ডোজ হয়ে গেছে দ্বিতীয় ডোজ নিতে আমি তিন চারদিন ধরে ঘুরে বেরাচ্ছি কিন্তু ভ‍্যাকসিন পাচ্ছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *