বয়স কোনো বাধা মানেনা,মানুষের ইচ্ছা শক্তি হলো আসল

                                                                    রিতা ভট্টাচার্য্য :কালনা –

বয়স কোনো বাধা মানেনা,মানুষের ইচ্ছা শক্তি হলো আসল,মানুষ যদি কোনো কাজ নিষ্ঠার সঙ্গে করে,অসম্বভ কে সম্ভব করতে পারে,এমন এক নিদর্শণ হলো কালনার গর্ব  62 বছরের মহিলার । অবসর প্রাপ্ত স্কুল টিচার সন্ধ্যা পাখিরা। সন্ধ্যা পাখিরা বিদ্যালয়ের শরীর বিদ্যার টিচার ছিলেন।  সৈশব  থেকেই সন্ধ্যা দেবীর ইচ্ছা ছিলো ভবিষ্যতে বড় খেলোয়াড় হবার ।

 হয়তো কোনো কারনে তার এই খেলোয়াড় হবার স্বপ্ন সাফল্য লাভ করেনি।  অবসর নেবার পরে সন্ধ্যা দেবী কিছুদিন অবসাদে ভুগতে শুরু করে। মনের দিকথেকে ভেঙে পরে, কিন্তু হটাৎ একদিন তার মেয়েকে  নিয়ে যাওয়া শুরু করেন খেলার মাঠে।  মেয়ে কে খেলোয়াড় তৈরি করবেন, নিজে যা করতে পারেনি তিনি তা মেয়ের মধ্যে দিয়ে সাফল্য আনতে চান। 


 মেয়ের সঙ্গে সঙ্গে নিজেও আবার নতুন করে প্রাকটিস শুরু করেন।  আবার নতুন করে ছোটো বেলার হারিয়ে যাওয়া স্বপ্ন কে ফিরে পেতে শুরু করেন।  তারপর মেয়ে ও তার স্বামীর ইচ্ছায় উনি বিভিন্ন রকম প্রতিযোগিতায় নেমে পড়েন।


 একের পর এক সাফল্য পেতেথাকেন। ৪০তম জাতীয় মাস্টার অ্যাথলেটিক এ জেভলিন ,শটপট ,ডিসকাস এ রৌপ ও ব্রঞ্জ জেতার পর থেকে একের পর এক সাফল্য এখন তার ঝুলিতে। 


Leave a Comment