ব্রিজের উপর দিয়ে বইছে বিপদসীমার ওপর জল, আতঙ্ক নিয়ে পারাপার সাধারণ মানুষের
বাঁকুড়া : সমস্যা সমাধানের জন্য ব্রিজ তৈরি করা হয়েছিল কিন্তু বর্ষাকাল আসতেই সেই একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় মানুষ থেকে শুরু করে পথচলতি সকল সাধারণ মানুষদের । এ ছবি বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের নারায়ণ পুর পঞ্চায়েতের রামপুর গ্রামের ।
স্থানীয় বাসিন্দাদের দাবি , প্রতিবছর বর্ষাকাল এলে বোদাই নদীর উপর দিয়ে জল বয় ফলে পাত্রসায়রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তো বেশ কয়েকটি গ্রামের এবং সেই সমস্যা সমাধানের জন্য স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে নদীর উপর একটি ব্রিজ তৈরি করা হয় কিন্তু তার পরেও সেই সমস্যার সমাধান হয়নি । গতকাল রাত ভোর বৃষ্টি হওয়াতে নদীর জল স্তর বৃদ্ধি পেয়েছে এবং এই মুহূর্তে ব্রিজের উপর দিয়ে বইছে জল । রীতিমতো আতঙ্ক নিয়ে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষদের ।
তাপস দিগার নামের এক স্থায়ী বাসিন্দা বলেন , আতঙ্ক নিয়ে আমাদের ব্রিজ পারাপার করতে হচ্ছে যে কোন মুহূর্তে বিপদের সম্মুখীন হতে পারে সাধারণ মানুষ ।এ বিষয়ে নারায়ন পুর পঞ্চায়েতের উপপ্রধান প্রশান্ত শাল আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান , অতিরিক্ত বৃষ্টির কারণে ব্রিজের উপর দিয়ে জল বইছে আমাদের লোকজন রয়েছে সাধারণ মানুষদের সমস্যা হলে পারাপার করিয়ে দেওয়া হচ্ছে ।