আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

বিশ্বকাপে ৪ বলে ৪ উইকেট

Published on: October 18, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

INTERNET : বিশ্বকাপের কোয়ালফাইং পর্বে খেলতে নেমে ইতিহাসে পৌঁছে গেলেন আয়ারল্যান্ডের কার্তিস ক্যামফার। টি২০ ওয়ার্ল্ড কাপে খেলতে নেমেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে চার বলে চার উইকেট নিয়ে নজির গড়ে ফেললেন তারকা। আবু ধাবিতে যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে খেলতে নেমেছিল নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ড। সেই ম্যাচেই বল হাতে আগুন ঝড়ালেন কার্তিস ক্যামফার।

ইনিংসের ১০ম ওভারে বল করতে এসে একই ওভারে পরপর আউট করে দেন কলিন আক্যারম্যান (১১), রায়ান টেন দুশখাতে (০), স্কট এডওয়ার্ডস (০) এবং রোয়েলফ ভ্যান ডার মারউইকে (০)। আন্তর্জাতিক টি২০তে এর আগে পরপর চার বলে চার উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে লাসিথ মালিঙ্গা এবং রশিদ খানের। সোমবার দুরন্ত বোলিংয়ে মালিঙ্গা, রশিদ খানদের সঙ্গেই নিজের নাম তুলে ফেললেন কার্তিস।

মালিঙ্গা ২০০৭ ওয়ার্ল্ড কাপে ডাবল হ্যাটট্রিক (পরপর চার উইকেট) করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সুপার ৮-এর লড়াইয়ে। এর এক দশকেরও বেশি সময় পরে ২০১৯-এ পাল্লাকেলেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একই কৃতিত্ব অর্জন করেছিলেন।২০১৯-এই রশিদ খান আয়ারল্যান্ডের বিপক্ষে দেরদুনে পরপর চার উইকেট দখল করেন। তবে টি২০ ওয়ার্ল্ড কাপে দ্বিতীয় বোলার হিসাবে হ্যাটট্রিক করার কীর্তি গড়লেন ক্যামফার সোমবার। এর আগে ২০০৭-এ বাংলাদেশের বিরুদ্ধে এই নজির গড়েন ব্রেট লি। টি২০-তে আয়ারল্যান্ডের হয়ে প্ৰথম হ্যাটট্রিককারীও ক্যামফার।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিজের ৪ ওভারের কোটায় ক্যামফার ২৬ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন। ক্যামফারের দাপটে নেদারল্যান্ডস ৫১/২ থেকে মুহূর্তের মধ্যে ৫১/৬ হয়ে যায়। শেষ পর্যন্ত কমলা জার্সির নেদারল্যান্ডস ১০৬ রানে গুটিয়ে যায়।

Join Telegram

Join Now