বিভিন্ন দল ছেড়ে শাসক দলে নাম লেখানোর হিড়িক
মালদা – বিধানসভা ভোট সবে শেষ হয়েছে তার পরেই বিভিন্ন জায়গায় হিড়িক পড়েছে বিভিন্ন দল ছেড়ে শাসক দলের নাম লেখানোর জন্য। জেলায় অনান্য ব্লকের বিভিন্ন দল ছেড়ে তৃনমূল কংগ্রেসের নাম লিখিছে অনেকেই। সেই মতে হবিবপুর ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগদান কর্মসূচি হয়ে গেল হবিবপুর ব্লকের রাইসমিল এলাকায়। রবিবার দুপুরে হবিবপুর ব্লক তৃনমূল কংগ্রেসের কমিটি উদ্যোগে এদিন হবিবপুর ও বামনগোলা ব্লকের শতাধিক বাম , বিজেপি,ও কংগ্রেস ছেড়ে তৃনমূল কংগ্রেসের যোগদান করেন। তাদের হাতে দলীয় উত্তরীয় ও দলীয় পতাকা তুলে দেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসম নূর।সদ্য তৃনমূল কংগ্রেসের যোগদান করী কর্মীরা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজে অনুপ্রেরণায় তারা এই যোগদান করেন। এদিন এই যোগদান কমসূচীতে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসম নূর, হবিবপুর ব্লক তৃনমূল কংগ্রেসের কো অডিনেটার হেমন্ত শর্মা, হবিবপুর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মিশ্র,বামনগোলা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার, হবিবপুর ব্লক তৃনমূল যুব সভাপতি সৌগত সরকার সহ অন্যান্য নেতৃত্বরা।