বিধানসভায় ঢুকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী, বিজ্ঞপ্তি জারি করলেন বিধানসভার সচিব।

ভোট চলাকালীন রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটারদের সঙ্গে কিংবা সাধারণ মানুষদের উপর হামলার অভিযোগ রয়েছে কেন্দ্রীয় বাহিনীর উপর। এই দাবি বারবার করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট মিটলেও ফের একই চিত্র ধরা পড়েছে। তবে এবার খাস বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে অভব্য আচরনে কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনী।

গতকাল বিধানসভায় নবনির্বাচিত বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর শপথ নিতে আসেন বিজেপি নেতা। তখনও তাঁকে ঘিরে ছিল নিরাপত্তা বাহিনীরা। আর সেখানেই সাংবাদিকদের উপর খারাপ আচরন ও ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় থাকা জওয়ানদের উপরে।

এই ঘটনায় বিধানসভার ভিতরেই উত্তেজনা ছড়ায়। সংবাদমাধ্যমের কর্মীরা ঘটনার বিস্তারিত জানিয়ে বিধানসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানান। তার ভিত্তিতেই আজ থেকে বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন সচিব। মূলত অধ্যক্ষের নির্দেশে আজ বিধানসভার সচিব একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। তার ভিত্তিতেই আজ থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিধানসভায় প্রবেশে অনুমতি পাবেন না বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *