বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দান কর্মসূচী
আসানসোলের বারাবনি বিধানসভার কল্যানেশ্বরী দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেস কার্যালয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দান কর্মসূচী। এদিন আনুষ্ঠানিকভাবে যোগদান কর্মসূচিতে বিজেপি শ্রমিক সংগঠনের নেতা মনোজ তেওয়ারি ও রামচন্দ্র সাহ সহ প্রায় শতাধিক কর্মী সমর্থক যোগদান করেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় এর হাত ধরে। বিধায়ক তৃণমূলের দলীয় ঝান্ডা তুলে দেন ,একই সাথে দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উদ্বোধন করেন কল্যানেশ্বরী এলাকাতে ।
উপস্থিত তৃণমূল সভাপতি মোঃ আরমান সালানপুর ব্লকের সাধারণ সম্পাদক সহ আরো অনেকে। এ দিন তৃনমূলে যোগদান করার পর মনোজ তেওয়ারি বলেন যেভাবে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ,বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করছে তাতে আমরা অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিলাম ।আমরা বিধায়ক বিধান উপাধ্যায় এর হাত ধরে এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে চাই।