আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

বিজেপির ডেপুটেশন-সাংবাদিকদেরও ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা এবং মারধর

Published on: June 25, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
তুহিন শুভ্র আগুয়ান:পূর্ব মেদিনীপুর :-পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ নং ব্লকের শিমুলিয়া অঞ্চলে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসুচি চলাকালীন পুলিশি উপস্থিতীতে প্রায় তিনশত তৃনমুল দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থকের ওপর চড়াও হয় এবং বাঁশ লোহার রড নিয়ে ব্যাপক মারধর চালায় বলে অভিযোগএমনকি সংবাদমাধ্যমের ওপরও হামলা হয়, সাংবাদিকদেরও মারধর করে তৃনমুলের দুষ্কৃতিরাব্যাপক উত্তেজনা 


গতকয়েকদিন আগে শিমুলিয়া অঞ্চলের উপপ্রধানের বিরুদ্ধে একটা ভিডিও ভাইরাল হয়, সেই ভিডিওকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের বারংবার হুমকি দিত।  এছাড়া কাউকে অঞ্চলের সুযোগসুবিধা দিত না। তাঁরই প্রতিবাদে ওই অঞ্চলে অঞ্চল প্রধানের কাছে ডেপুটেশন দিতে গেলে , অঞ্চলের উপপ্রধান দীপ্তেন্দু মাইতির উপস্থিতিতে বিজেপি কর্মীসমর্থকদের ওপর চড়াও হয়ে ব্যাপক মারধর চালায় তৃলমুল আশ্রীত দুষ্কৃতীরা । 


এমনকি তাঁদের হাত থেকে রেহাই পায়নি সংবাদমাধ্যম, সাংবাদিকদেরও ক্যামেরা কেড়ে  নেওয়ার চেষ্টা হয়, এবং মারধর করেগুরুতর অবস্থায় বিক্ষোভকারী বিজেপি কর্মীদের ভগবানপুর হাসপাতাল ভর্তী করা হয়বিজেপির ডেপুটেশন রয়েছে আগে থেকেই  খবর ছিল শিমুলিয়া অঞ্চলের তৃনমুলের উপপ্রধান দীপ্তেন্দু মাইতির কাছে 

Join Telegram

Join Now