বাড়ির মহিলারা বালতি হাতে পথ অবরোধে
সুরোজিৎ দে ,জলপাইগুড়িঃ-জল সমস্যা দীর্ঘদিনের।তাই বাড়ির মহিলারা বালতি হাতে নিয়ে সামিল হলেন পথ অবরোধে।জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাণ্ডাপাড়া-বটতলার ঘটনা।একটি মাত্র ডিপ টিউবওয়েল প্রায়ই খারাপ হয়ে থাকে। ঘরের কাজের জন্য বা পানীয় জল আনার জন্য অনেক দূরে যেতে হয়। এনিয়ে বারবার খড়িয়া গ্রাম পঞ্চায়েতে দরবার করা হলেও সমস্যার সমাধান হয়নি।
তাই এদিন জলপাইগুড়ি- হলদিবাড়ি রাজ্য সড়ক অবরোধ শুরু করেন সকলে । প্রায় দুইঘন্টা অবরোধ চলে। অবরোধের জেরে তৈরী হয় ব্যপক যানজট। খবর পেয়ে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ। আসেন পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ চন্দ। তিনি দ্রুত জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। এরপর অবরোধ ওঠে।