আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

বাসের কর্মীকে মারধোর তিবাদে নিরাপত্তা ও দোষীদের গ্রেপ্তারের দাবীতে বাস বন্ধ নবাবহাট বাসস্ট্যাণ্ডে

Published on: November 12, 2019
---Advertisement---

Join WhatsApp

Join Now


বা
সের কর্মীকে মারধোর।প্রতিবাদে নিরাপত্তা ও দোষীদের গ্রেপ্তারের দাবীতে বাস বন্ধ রেখে কর্মবিরতি বাস শ্রমিকদের।ফলে বর্ধমানের নবাবহাটে উত্তরা বাসস্ট্যাণ্ডে বাস ঢোকা ও বেড়োনো বন্ধ।
ভোগান্তি বাসযাত্রীদের।দীর্ঘক্ষন দাড়িয়ে থেকে বাস না মেলায় গন্তব্যে পৌছাতে হচ্ছে বিকল্প পথে।সরকারি বাস চললেও
 তার বেশীর ভাগই কোলকাতার উদ্দেশ্যে যায়।

বাস শ্রমিকদের অভিযোগ,গতকালই বাসস্ট্যান্ডের  ভিতরে সাইড দেওয়া নিয়ে গুপ্তিপাড়া রুটের একটি বাসের শ্রমিকদের সাথে স্থানীয়দের বচসা হয়।অভিযোগ এরপরই স্থানীয় কয়েকজন যুবক বাসের কনড্রাকটরকে মারধোর করে ও মাথা ফাটিয়ে দেয়।

নিরাপত্তা ও দোষীদের গ্রেপ্তারের দাবীতে তারা কর্মবিরতি করছেন।সাধারন মানুষ ভোগান্তিতে পড়ায় তারা ক্ষমাপ্রার্থী।নবাবহাট বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন কালনা,কাটোয়া,গলসী,দুর্গাপুর,
তারকেশ্বর,আসানশোল,নদীয়া,বীরভুম,মুশির্দাবাদ রুটের কমবেশী তিন শ বাস চলাচল করে।

Join Telegram

Join Now