বাসের কর্মীকে মারধোর তিবাদে নিরাপত্তা ও দোষীদের গ্রেপ্তারের দাবীতে বাস বন্ধ নবাবহাট বাসস্ট্যাণ্ডে
বাসের কর্মীকে মারধোর।প্রতিবাদে নিরাপত্তা ও দোষীদের গ্রেপ্তারের দাবীতে বাস বন্ধ রেখে কর্মবিরতি বাস শ্রমিকদের।ফলে বর্ধমানের নবাবহাটে উত্তরা বাসস্ট্যাণ্ডে বাস ঢোকা ও বেড়োনো বন্ধ।
ভোগান্তি বাসযাত্রীদের।দীর্ঘক্ষন দাড়িয়ে থেকে বাস না মেলায় গন্তব্যে পৌছাতে হচ্ছে বিকল্প পথে।সরকারি বাস চললেও
তার বেশীর ভাগই কোলকাতার উদ্দেশ্যে যায়।
বাস শ্রমিকদের অভিযোগ,গতকালই বাসস্ট্যান্ডের ভিতরে সাইড দেওয়া নিয়ে গুপ্তিপাড়া রুটের একটি বাসের শ্রমিকদের সাথে স্থানীয়দের বচসা হয়।অভিযোগ এরপরই স্থানীয় কয়েকজন যুবক বাসের কনড্রাকটরকে মারধোর করে ও মাথা ফাটিয়ে দেয়।
নিরাপত্তা ও দোষীদের গ্রেপ্তারের দাবীতে তারা কর্মবিরতি করছেন।সাধারন মানুষ ভোগান্তিতে পড়ায় তারা ক্ষমাপ্রার্থী।নবাবহাট বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন কালনা,কাটোয়া,গলসী,দুর্গাপুর,
তারকেশ্বর,আসানশোল,নদীয়া,বীরভুম,মুশির্দাবাদ রুটের কমবেশী তিন শ বাস চলাচল করে।