বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি সহ একজন কর্মচারীর ও দেহরক্ষীর শরীরে করোনা ভাইরাসে সংক্রমণ

দেবাশীষ ঘোষ:বর্ধমান- বর্ধমান জেলা পরিষদে সহ-সভাধিপতি সহ তিন জনের শরীরে করনা ভাইরাসের সংক্রমণ মিলল প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন আগে বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডুর দেহরক্ষীর শরীরে করোনা ভাইরাসে সংক্রমণ পাওয়া যায় এরপর বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি সহ ওই দেহরক্ষীর সংস্পর্শে যারা এসেছিলেন সকলের লালা রসের  নমুনা সংগ্রহ করা হয়


এর সঙ্গে বর্ধমান জেলা  পরিষদ সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হয়এরপর বন্ধ করে দেওয়া হয় জেলা পরিষদএবিষয়ে বর্ধমান জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক প্রবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানালেন বর্ধমান জেলা পরিষদে সহ-সভাধিপতির দেহরক্ষীর করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার পর জেলা পরিষদের  ভেতরে ও বাইরে জীবাণুনাশক স্প্রে  করা হয়েছেএরপর বন্ধ করে দেওয়া হয় জেলা পরিষদ। 

                           
আরো বলেন আমি জেনেছি সহ-সভাধিপতির রিপোর্ট পজিটিভএরপর বলেন সহ-সভাপতি ছাড়াও আরো একজন কর্মচারীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে শেষে বলেন সব মিলিয়ে এই মুহূর্তে বর্ধমান জেলা পরিষদে তিনজন করোনা ভাইরাস কোভিড 19 দ্বারা আক্রান্ত এ বিষয়ে দেবুটুডু কে জানতে চাওয়া হলে তিনি জানান এখন তিনি ডাক্তার এর পরামর্শে হোম কোয়ারেন্টাইন আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *