বঙ্গ ধনী যাত্রা সাফল্যমন্ডিত হওয়ার জন্য এক বিশাল মিছিল
বিধানসভা ভোট কে সামনে রেখে এগোচ্ছে রাজ্যের শাসক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জায়গায় জনসভা করছেন। বিরোধী দলগুলোকে কোণঠাসা করতে মরিয়া তৃণমূল কংগ্রেস।সেই রকম আজ বর্ধমান 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও ব্লক সভাপতি কাকুলি তা এবং ব্লক যুব সভাপতি মানস ভট্টাচার্যের নেতৃত্বে বঙ্গ ধনী যাত্রা সাফল্যমন্ডিত হওয়ার জন্য এক বিশাল মিছিলের আয়োজন করা হয় সাপজোলা ব্রিজ থেকে দেওয়ানদিঘী পর্যন্ত। মিছিলের শেষে দেওয়ান দীঘিতে একটি পথ সভার আয়োজন করা হয়।
মিছিলে পা মেলান প্রায় 10 থেকে 15 হাজার তৃণমূল কংগ্রেস কর্মী। এই মিছিলে তৃণমূল কংগ্রেস কর্মীদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। মিছিলে ও পথসভা মঞ্চে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক,বর্ধমান 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকুলি তা, বর্ধমান 1 নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেব নারায়ন গুহ,বর্ধমান 1 নম্বর ব্লকের শিক্ষা কর্মাধক্ষ কৃষ্ণেন্দু গোস্বামী ও অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী।