আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

ফের রং,তুলি হাতে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Published on: January 28, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
                                                    রিয়া ঘোষ :কলকাতা 

ফের রং,তুলি হাতে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়মঙ্গলবার গান্ধী মূর্তির পাদদেশে সংশোধিত নাগরিক আইনের প্রতিবাদে ছবি আঁকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়রাজ্যের ৫০ জন চিত্র শিল্পীকে সঙ্গে নিয়ে ছবি অাঁকেন তিনি। 

 উল্লেখ্য এরআগে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল গোটা দেশজুড়েসারদা কর্তা সুদীপ্ত সেন মুখ্যমন্ত্রীর ছবি কেনায় তা নিয়ে এখনও বিতর্কিত মন্তব্য করেন বিরোধীরাযা অবশ্যই সিবিআইয়ের তদন্ত সাপেক্ষ।  তারমধ্যেই ফের আবার প্রকাশ্য দিবালকে কলকাতার রাস্তায় ছবি আঁকলেন মমতা বন্দ্যোপাধ্যায়তাও আবার বিতর্কিত চিত্র শিল্পী শুভাপ্রসন্নকে নিয়ে।  


ছবি আঁকা শেষ করার পর মুখ্যমন্ত্রী বলেন পাকিস্তানের নামে মোদি সরকার রাজনীতি শুরু করেছে বলে এদিন অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়তিনি বলেন মোদি সরকার পাকিস্তান ছারা কিছু বোঝে নাতাদের অন্যকোন ইসু নেইশুধুমাত্র ধর্মের নামে সারা বছর মোদি সসরকার রাজনীতি করছে বলে জানান মুখ্যমন্ত্রী। 


 মুখ্যমন্ত্রীর এই ছবি গুলি দিল্লিতে প্রদর্শনির ব্যাবস্থা করাহবেসিএএ বিরোধী ধর্নার সামনে এই ছবি গুলি প্রদর্শনির ব্যাবস্থা করবে তৃণমূল

Join Telegram

Join Now