প্রবল বর্ষায় ভাতারের বামশোর গ্রামে এক মানসিক ভারসাম্যহীন পরিবারের ভেঙে পড়লো বাড়ি, সরকারি সাহায্যের আশায় পরিবার
পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামশোর গ্রামে এক অসহায় দরিদ্র পরিবার হয়েছে সেই পরিবারের তিনজন মানসিক ভারসাম্যহীন রোগী রয়েছে। অতি বর্ষা জনিত কারণে তাদের মাটির বাড়িটি ভেঙে পড়েছে। যে ব্যক্তির বাড়ি ভেঙে পড়েছে তার নাম সৈয়দ রুহুল আজম, তিনি সম্পূর্ণভাবে মানসিক প্রতিবন্ধী ।সরকারিভাবে মাসিক এক হাজার টাকা ভাতা তিনি পান।
এই বর্ষায় তার বাড়িটি ভেঙে পড়ে গেছে। তার আশ্রয় এখন দাদার বাড়িতে। দাদা একটি সরকারি আবাস যোজনা পেলেও, রুহুল আজম এখনো বাড়ি পাননি। তাই তিনি বর্তমান সরকারের কাছে একটি বাড়ির দাবি জানাচ্ছেন ।
ভাতার গ্রাম পঞ্চায়েতের বামশোর গ্রামের পঞ্চায়েত সদস্য নজরুল হক জানান আমি সিপিএম থেকে জয়লাভ করেছিলাম ওই বুথে, এখন ভাতার গ্রাম পঞ্চায়েতের আমি বিরোধী নেতা। ওই পরিবারটি খুবই দরিদ্র অসহায় আমি পঞ্চায়েতের প্রধান কে জানাব যাতে করে উনি একটা বাড়ি পান।গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য জানান বিষয়টি আমি অবিলম্বে পঞ্চায়েতের প্রধান কে জানাব।