পূর্ব বর্ধমান জেলায় প্রথম করোনা আক্রান্ত
এই প্রথম পূর্ব বর্ধমান জেলায় একজন করোনা ভাইরাসে আক্রান্তের সন্ধান পাওয়া গেলো।এদিন জেলা শাসক বিজয় ভারতী ও জেলার পুলিশ সুপার জানান এই জেলার খণ্ডঘোষ এর বাদুলীয়াতে এক করোনা আক্রান্ত রুগীর সন্ধান পাওয়া যায়। তার রিপোর্ট এ পজেটিভ পাওয়া যায়। জেলা শাসক আরো জানান জেলা থেকে ২০ জনের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
শুধু মাত্র একজনের রিপোর্ট পজেটিভ আসে।ঐ ব্যক্তিকে দুর্গাপুরে করোনা চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই ব্যক্তির পরিবারের সদস্য সহ যাদের যাদের সাথে সংযোগ করেছিলেন এমন ৩১ জনকে কোয়ারেন্টাইন সেন্টার এ পাঠানো হয়েছে। করোনা আক্রান্ত এর খবর আসার সাথে সাথে পুলিশ সুপার নিজে বাদুলীয়া পৌঁছে যান। সেখানে পুলিশ আধিকারিকরা গিয়ে বাদুলীয়া গ্রাম ঢোকা ও বেরোনোর পথ বন্ধ করে দেন। এই খবর ছড়িয়ে পড়তেই পূর্ব বর্ধমান জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে।