আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

পুরভোটে শোভন বিজেপির মুখ

Published on: March 10, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
সৌজন্যে ইন্টারনেট :-পুরভোটে কি বিজেপির মুখ শোভন? বিজেপি সূত্রে খবর, সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও বি এল সন্তোষের সঙ্গে কথা হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের। রত্না চট্টোপাধ্যায় দায়িত্ব পেতেই নাকি  ক্ষুব্ধ হন শোভন চট্টোপাধ্যায়।সোমবারই  কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলেন শোভনের।সূত্রের  খবর,নতুন করে বিজেপিতে সক্রিয় হয়ে উঠেছেন শোভন। তাহলে কি এবার পুর নির্বাচনে বিজেপির মুখ হতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়? কান পাতলে তেমনই আভাস পাওয়া যাচ্ছে।


প্রসঙ্গত, গত বছর অগাস্ট মাসে বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্যায়। যদিও পদ্ম শিবিরে তেমন গুরুত্ব মেলেনি।গেরুয়া শিবিরে সঙ্গে ‘সুসম্পর্ক’ মিটে  যায়।বিজেপি থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ছিল শোভন। তবে মুকুল রায়ের হস্তক্ষেপে শেষপর্যন্ত সেইসময় ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন শোভনবাবু। তবে তাঁর তৃণমূলে ফেরার সম্ভাবনা নতুন করে উসকে ওঠে গত বছর ভাইফোঁটার দিন। ভাইফোঁটা নিতে সোজা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান কলকাতার প্রাক্তন মেয়র। তৃণমূল নেত্রীর হাত থেকে ফোঁটা নেন তিনি।

Join Telegram

Join Now