পুরভোটের রণকৌশল নির্ধারণ করতে বৈঠকে বসছে শাসকদল

                                            সোভান দাস :কলকাতা –

 পুরভোটের রণকৌশল নির্ধারণ করতে বৈঠকে বসছে শাসকদল। শুক্রবার বিকেল ৪টেয় তৃণমূল ভবনে সমস্ত জেলা সভাপতিদের ডাকা হয়েছে। উত্তরবঙ্গ থেকে ফিরে সম্ভবত এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও । 


বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির পর্যালোচনা এবং আগামী কর্মসূচি ঠিক করতেই এই বৈঠক বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। 


এছাড়াও, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি সহ বিভিন্ন ইস্যুতে আগামীদিনের কোন পথে আন্দোলন হবে তা স্থির করতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে।


চলতি বছরে কলকাতা, হাওড়ায় পুরভোট। একসঙ্গে আরও ৯৩টি পুরসভার ভোট রয়েছে। সময়সীমা পেড়িয়ে গেলেও ভোট হয়নি এমন প্রায় ১৭টি পুরসভার ভোটও রয়েছে। ২০২১ সালে রাজ্য বিধানসভা ভোটের আগে এই নির্বাচন সেমি ফাইনাল। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *