পশ্চিম বর্ধমান জেলায় 2633 জন পুরোহিতকে ভাতা

আসানসোল —পশ্চিম বর্ধমান জেলায় 2633 জন পুরোহিতকে  ভাতার আওতায় আনা হয়েছে  বলে জানালেন পশ্চিম বর্ধমানের তৃনমুল কংগ্রেসর জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারি ।শুক্রবার আসানসোলের অগ্নিকন্যা ভবনে এক সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি ।এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলার তৃনমুল কংগ্রেসের মুখপাত্র তথা বিধায়ক তাপস বন্দোপাধ্যায়,  অশোক রুদ্র , ও হরে রাম সিং ।

এদিন জিতেন্দ্র বাবু বলেন,  মুখ্যমন্ত্রীর পুরোহিত ভাতা চালু হওয়ার পরে পশ্চিম বর্ধমান জেলায় প্রথম পর্বে  685 জনকে পুরোহিত ভাতা দেওয়া হয়েছে ।এর পরে কিছু দিন আগে আসানসোল রবীন্দ্র ভবনে একটি পুরোহিত সম্মেলন করা হয় ।সেখানে কিছু পুরোহিত ভাতা পাওয়ার জন্য আবেদন জানিয়ে ছিলেন ।মুখ্যমন্ত্রী সেই আবেদন পূর্ন করেছেন।

দ্বিতীয় দফায় নতুন করে  1445 জনকে  এপ্রুভ্যাল দিয়েছেন।এর মধ্যে চার্চে  যারা আছেন তারাও আছেন।এছাড়া আদিবাসী সম্প্রদায়ের  যারা পুরোহিত আছেন তাদের কেও অনুমতি দেওয়া হয়েছে ।দ্বিতীয় দফায় আদিবাসী 503 জনকে অনুমতি দেওয়া হয়েছে ।প্রথম ও দ্বিতীয় দফা মিলে 2633 জন পুরোহিত কে  এই স্কিমের মধ্যে আনা হয়েছে ।তাদের কেউ কেউ ভাতা পাচ্ছেন,বাকিরা এক মাসের মধ্যে ভাতা পেতে শুরু করবে বলে জানান জিতেন্দ্র বাবু ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *