পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে এনআরসি হতে দেবেনা: মন্ত্রী আশিষ ব্যানার্জ্জী
এনআরসি বিরোধী মিছিল করলো রামপুরহাট শহর ও এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় ও রামপুরহাট শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি সুশান্ত মুখার্জী, পুরপিতা অশ্বিনী তেওয়ারি, উপ পুরপিতা সুকান্ত সরকার, এক নম্বর ব্লকের তৃনমুল কংগ্রেস সভাপতি আনারুল হোসেন, তৃনমুল নেতা অভিষেক বন্দোপাধ্যায় সহ হাজার খানেক তৃনমুল কর্মী সমর্থক।
মিছিল শেষে স্থানীয় পাঁচমাথার মোড়ে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী আশিষ ব্যানার্জ্জী বলেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে কোন মতেই এনআরসি চালু হবে না।