পঞ্চাশ দিন অতিক্রম করলো কালীর পুত্র সন্তান
প্রতিনিধি পিন্টু প্যাটেল পূর্ব বর্ধমান :- পঞ্চাশ দিন অতিক্রম করলো কালীর পুত্র সন্তান।গত ১২ ই সেপ্টেম্বর পুত্র সন্তানের জন্ম দেন মা চিতা কালী।জন্মর পর থেকে বর্তমানে দুজনেই সুস্থ আছে। তবে পুত্র সাবককে একদম কাছ ছাড়া করছে না চিতা বাঘ মা, কালী।কালীর নতুন সন্তানকে ঘিরে খুশির হাওয়া এখন রমনা বাগানে।রীতিমত বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে মা ও শন্তানকে।পার্কের আকর্ষণ বাড়াতে ২০২০র শেষের দিকে উত্তরবঙ্গ থেকে আনা হয়েছিল দুটি চিতাবাঘ। তার আগে ঢেলে সাজানো হয়েছিল রমনা বাগান।গত মার্চ মাস থেকে দেশ জুড়ে লকডাউন শুরু হওয়ার কারনে বন্ধ করে দেওয়া হয় রমনা বাগান। এখনও বন্ধই রয়েছে। কিন্তু এরই মধ্যে কালী ও ধ্রুবর সন্তান জন্ম হওয়ার খবরে উচ্ছ্বসিত বর্ধমান বসী।