নির্যাতিতা গৃহবধূ সার্জিনা বিবিকে উদ্ধার করে জলঙ্গী থানার পুলিশ
নির্যাতিতা গৃহবধূ সার্জিনা বিবির স্থায়ী সমাধানের আর্জি জানিয়ে অভিযোগ, অভিযোগ দায়ার করেন জলঙ্গি থানায় গত আট বছর আগে ডোমকল থানার গড়াইমারী রাজাপুর গ্রামের সার্জিনা খাতুনের বিয়ে হয় জলঙ্গী থানার সাদিখানদেয়ার তিনগাছতলা গ্রামের আক্তারুল শেখের সাথে।আট বছর সংসার জীবনে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়।অভিযোগ: স্বামী আক্তারুল শেখ দ্বিতীয় বিয়ে করার পর থেকেই সংসার জীবনে নেমে আসে অশান্তি অত্যাচার।
অত্যাচারের ফলে আট বছরের মধ্যে তিন বছর কাটান বাপের বাড়িতে, নানান প্রতিশ্রুতি দিয়ে বাপের বাড়ি থেকে নিয়ে আসা হয় সার্জিনা বিবিকে স্বামীর সংসারে তার পর ফের শুরু হয় অত্যাচার। শুক্রবার ফের অত্যাচারের শিকার হয় ওই দম্পতি বাপের বাড়িতে খবর দেওয়া হলে বাপের বাড়ির লোকজন আসলে তাদেরকেও অশ্লীল ভাষা এবং আক্রমণ করতে গেলে। তারা জলঙ্গী থানার পুলিশ প্রশাসনকে জানালে পুলিশ গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে।উদ্ধার হওয়া গৃহবধূ স্থায়ী সমাধানের আর্জি জানিয়ে জলঙ্গি প্রশাসনের দ্বারস্থ হন।